আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নাটকের নায়ক হিসেবে যাত্রা শুরু করলেন কাফি

রবিবার, ৮ জুন ২০২৫, দুপুর ০৪:১৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  এবার নাটকের নায়ক হিসেবে যাত্রা শুরু করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। এর আগে অমর একুশে গ্রন্থমেলায় নিজের কবিতার বই প্রকাশ করে আলোচনায় আসেন নুরুজ্জামান কাফি। সে সময় তাকে নিয়ে সমালোচনাও হয়। 

 মেলার প্রথম দিকে নারী ভক্তদের হাত ধরা, ছেলেদের চেয়ে নারী ভক্তদের বেশি দৃষ্টি আকর্ষণ করা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি।

সেসময় অবশ্য সরিও বলেছেন তিনি। তিনি বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি। সেটা নিয়ে এতদূর আসার কথা না। তবুও আমি আমার জায়গা থেকে সরি বলেছি।
এখনো বলছি। বইমেলার মত একটা জায়গায় হাত ধরা ঠিক হয় নাই।

তবে এবার নাটকের প্রধান চরিত্রে অভিনয় করলেন কাফি।নাটকের নাম নাজায়েজ, এতে তাঁর সঙ্গে প্রধান নারী চরিত্র রূপে অভিনয় করেছেন উর্মি।

এছাড়াও নাটকে হারুন রশিদ বান্টি, সাহেলা আক্তারসঃ অনেকেই অভিনয় করেছেন। 

নাটকের গল্প মূলত গতানুগতিক। কাফি একটি মেয়েকে ভালোবাসে। মেয়েটি ধার্মিক। তাঁর জন্য গ্রামে যায়।

কিন্তু মেয়েটির বাবা তাকে মারধর করে রক্তাক্ত করে। পরে রাফি ফেসবুক লাইভে আসেন। ওই লাইভে বলেন, তাকে কেন মারা হয়েছে। এরপর কাফির ভক্তরা ছুটে আসে, তাঁর সঙ্গে সেলফি তোলে। 

নাটকের নাম নাজায়েজ এর কারণ সংলাপে স্পষ্ট হয়েছে। নায়িকা উর্মি এসে বলেন, তাঁর বাবা যে বিয়েতে রাজি হয়েছেন; সেটা জানান। এসময় কাফির একটু কথায় ভুল হয়। সেই ভুলের মাশুল হিসেবে উর্মি রাফির বাইকে উঠে গোটা গ্রাম ঘুরতে চায়। কাফি এতে রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয়। শর্তটা হলো, বাইকে উঠলেও তাকে স্পর্শ করা যাবে না। কারণ বিয়ের পূর্বে স্পর্শ করা নাজায়েজ। 

নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেনব রেজা মাহমুদ। নাটকটি কাফির ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশ হয়েছে। 

মন্তব্য করুন


Link copied