আর্কাইভ  বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ডাকসু নির্বাচন ২০২৫
ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

ডাকসু নির্বাচন
ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

নারী ভোটারদের উপস্থিতি নজরকাড়া

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ০৯:৫৩

Advertisement

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। হলভিত্তিক প্রতিটি কেন্দ্রে ভোট নেয়া হলেও সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ছে।

রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি), বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।

সবচেয়ে বেশি নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে টিএসসিতে। টিএসসির প্রবেশমুখ থেকে শুরু করে ডাস চত্বর পেরিয়ে মূল সড়ক পর্যন্ত লম্বা লাইন তৈরি হয়েছে। এরপরও উৎসবমুখর পরিবেশে দলে দলে নারী শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন। রোকেয়া হল থেকে আসা শিক্ষার্থী মুক্তা বলেন, ‘ইতিপূর্বে আমরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি। এটাই আমাদের জীবনের প্রথম ভোট, তাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি।’

এদিকে পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে রাখা হয়েছে। পুলিশ, বিজিবি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ি নিয়মিত ঘুরে বেড়াচ্ছে। এর আগেই গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশমুখে নিরাপত্তা বাহিনী অবস্থান নেয়। নিরাপত্তার স্বার্থে প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয়; কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং জরুরি পরিষেবার যানবাহনগুলোকে ভেতরের সড়ক দিয়ে চলাচলের অনুমতি দেয়া হয়।

মন্তব্য করুন


Link copied