আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নিষেধ সত্ত্বেও কোহলির ‘৩০০’ দেখতে দুবাইয়ে আনুশকা

রবিবার, ২ মার্চ ২০২৫, দুপুর ০৪:২৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন স্ত্রী বা পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেয়নি বিসিসিআই। যে কারণে দুবাইয়ে ভারতের ম্যাচগুলোতে দেখা যাচ্ছে না ক্রিকেটারদের স্ত্রীদের। তবে এবার সেই বারণ উপেক্ষা করেই দুবাইয়ে হাজির হয়েছেন বিরাট কোহলির স্ত্রী অনুশকা শর্মা। কোহলির ৩০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলকের সাক্ষী হতে এরই মধ্যে দুবাইয়ে পৌঁছেছেন তিনি।

দুবাইয়ে আজ দুপুর ৩টায় নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দুদলের জন্যই ম্যাচটি নিয়মরক্ষা ও সেমির প্রস্তুতির। তবে সেই প্রস্তুতিটাও জয়ে সারতে চায় দুদল। তাছাড়া এই ম্যাচটি কোহলি ভক্তদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে তার মাইলফলকের জন্য।

কোহলি আজ সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ তম ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়বেন। এর আগে, শচীন টেন্ডুলকার (৪৬৩), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), রাহুল দ্রাবিড় (৩৪৪), সৌরভ গাঙ্গুলী (৩১১), যুবরাজ সিং (৩০৪) এবং অনিল কুম্বলের এই কীর্তি আছে। তাদের পাশেই আজ নিজেকে বসাতে যাচ্ছেন কোহলি।

কোহলি অবশ্য নিজেও আছেন দারুণ ছন্দে। সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন এই তারকা। তাই তার কাছে ভক্তদের প্রত্যাশাটাও বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে আরও একবার নিজেকে মেলে ধরবেন; এমনটাই প্রত্যাশা কোহলি ভক্তদের।

মন্তব্য করুন


Link copied