আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে চারশ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, রাত ০৮:১১

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥  নীলফামারী সদর উপজেলার চারশ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম মন্ডল, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারশ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার দুই হাজার ৪০০ শিক্ষার্থী এই সুবিধা পাবে।

প্রধান অতিথির জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যাদের পরিবারের পক্ষে একটি স্কুল ব্যাগ কিনে দেওয়ার সামর্থ নেই। ওই অনুভুতি থেকে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এমন শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে।

পরে সেখানে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ‘ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ নিয়ে ক্যাম্পেইন হয়।#

মন্তব্য করুন


Link copied