আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার  কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

রংপুরসহ পাঁচ জেলায় পদযাত্রা
তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, দুপুর ০৩:১০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ প্রতিদিনের মতো আজকেও সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন আকবর হোসেন পাগলা(৬০)। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসা দেখে তিনি হঠাৎ লাইনের ওপর মাথা পেতে দেন। এতে ট্রেনে কাটা পড়ে মাথা শরীর থেকে খন্ড হয়ে মৃত্যু হয় তার। 
ঘটনাটি মঙ্গলবার(২১ নবেম্বর) সকালে নীলফামারীর সদরের গাছবাড়ি রেল ক্রসিং এলাকায় ঘটেছে। নিহত আকবর হোসেন পাগলা শহরের মুন্সীপাড়া (বাড়াইপাড়া) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। 
পারিবারিক সূত্রে জানা যায়, আকবর হোসেন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো রেললাইনের ওপর দিয়ে হাঁচাহাঁটি করছিল আকবর। এসময় এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলস্টেশন ছেড়ে গাছবাড়ি রেলক্রসিং আসলে দূর থেকে আসা ট্রেনটি দেখে লাইনের ওপর মাথা পেতে দেন তিনি। ফলে শরীর থেকে মাথা খন্ড হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, রেলওয়ে পুলিশ আইনি কার্যক্রম স¤পন্ন করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেলওয়ে থানায় করা হয়েছে। 
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied