স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দষ্কৃতিকারীর হামলায় মো. মোখলেছার রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের বেরুবন্দ বসুনিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার(২৩ আগষ্ট) নিহতের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার(২২ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে এলাকার বেরুবন্দ বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মোখলেছার রহমান। এসময় বাড়ির প্রায় ২০০ গজ দুরে তার পথ রোধ করে চার থেকে পাঁচ জন দুষ্কৃতিকারী। তাদের এলোপাথারী ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন মোখলেছার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিহতের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে’।