আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, রাত ০৯:০৯

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ধর্ষণের দায়ে মোতালেব হোসেন (৩৩) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার(৩১ অক্টোবর) দুপুরে ওই আদালতের বিচারক এ,বি,এম গোলাম রসুল এ আদেশ দেন। দন্ডিত মোতালেব ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে। রায়ের সময় আসামী উপস্থিত ছিল। রায়ের পর তাকে জেলাকারাগারে প্রেরণ করা হয়। 
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ মে ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের এক দশম শ্রেণীর ছাত্রীকে তার বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতিতে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার বাড়ীতে ধর্ষণ করে মোতালেব। এসময় ওই ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর মা-বাবা অনেক খোঁজাখুঁজির পর ওই ছাত্রীর দেখা পাওয়া না গেলে থানায় মামলা করে পরিবার। এরপর মোতালেবের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি মোঃ আবুল কালাম আজাদ জানান, সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামী মোতালেব কে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে  কারাগারে প্রেরণ করেছে আদালত। 

মন্তব্য করুন


Link copied