আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

নীলফামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩২

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, রাত ১১:৩৮

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রংপুর টু পঞ্চগড় বাংলাবান্ধা এক্সপ্রেস বাস খাদে পড়ে অন্তত ৩২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার(২৬ মে) রাত সারে ৮ টার দিকে কিশোরীগঞ্জ-টেংগনমারী সড়কের বাকেরের চাতাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে রংপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলাবান্ধা এক্সপ্রেস বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৪৫৭১)। এসময় রাত সারে ৮টার দিকে কিশোরীগঞ্জ-টেংগনমারী সড়কের বাকেরের চাতাল নামক স্থানে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৩২ জন যাত্রী আহত হয়।
আহত যাত্রীরা জানায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ধারে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করতে থাকে।

কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রুম্মান কায়েজ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অনেকে আহত হলেও গুরুতর আহত হয়েছেন ৪ জন। এরা হলেন শাহাতন বেগম(৭২), সাইদুল ইসলাম(১৫), আলিফ নুর(৪৫) ও আজিজুল ইসলাম(৪০)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গিয়েছে। তবে বাসের চালক, হেলপার সুপারভাইজার পালিয়ে যায়।
কিশোরীগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় জানান, আহতদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। তাদের মালামাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানায় এসে প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে যেতে পারবে। 

মন্তব্য করুন


Link copied