আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, দুপুর ০১:৩২

Advertisement

জেলা প্রতিনিধি:  নীলফামারী জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সৈয়দপুরের ডেমারে দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুরে ডোমার উপজেলার জালালের মোড় এলাকায়, যেখানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন দিনাজপুরের বিরামপুর এলাকার রোজিনা বেগম (৪৫)। তার স্বামী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিকেলে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ব্রিজ এলাকায়। দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার দেলোয়ার হোসেন (৬৫)।

এরপর রাত ৯টার দিকে সৈয়দপুরের দিনাজপুর রোডে বাবু সরকার মোড় এবং নীলফামারী শহরের পাঁচমাথা মোড়ে আরো দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সৈয়দপুর ধলাগাছ এলাকার রাহেনা বেগম (৬০)। তবে আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুগুলি ঘটে। ঘটনার পর স্থানীয়রা একটি ট্রাক আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ‘একটি দুর্ঘটনায় রোজিনা বেগমের মৃত্যু হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।’

এদিকে, সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নীলফামারী থানার ওসি এম আর সাঈদ জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ মর্গে রাখা হয়েছে।

 উত্তর বাংলা/ মৃ. ম

মন্তব্য করুন


Link copied