আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, দুপুর ০৪:৩৩

Advertisement Advertisement

স্টাফরির্পোটার,নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সূবর্ণখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন।
সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জগদীশ চন্দ্র রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা মৎস্যজীবী দলেন সদস্য সচিব আজিজুল ইসলাম, জেলা তাঁতি দলের সভাপতি শাহজাদা মুক্তি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভারতে বসে হাসিনা নানা রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানান। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। 

মন্তব্য করুন


Link copied