আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

নীলফামারীতে বুনো শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৩

বুধবার, ১৬ জুলাই ২০২৫, রাত ১২:০০

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বুনো শিয়ালের কামড়ে এক বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন।  বুধবার (১৬ জুলাই) সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার কেশবা ময়দানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

অপর দিকে শিয়ালের কামড়ে আহত তিনকে উপজেলা হাসপাতালে পাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়। আহতরা হলেন কেশবা ময়দানপাড়া গ্রামের মতিয়ার রহমান(৬০), মহসিন ইসলাম(১৮) এবং সুলতান আলী(৭০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মতিয়ার রহমান এলাকায় একটি পতিত জমিতে কাজ করছিলেন। হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে একটি শিয়াল বের হয়ে এসে তাকে কামড় দেয়। মতিয়ারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। সাহায্যের জন্য এগিয়ে আসা মহসিন ও সুলতানকেও আক্রমণ করে শিয়ালটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, শিয়ালের কামড়ে গুরুতর আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied