আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বুধবার, ২৬ মার্চ ২০২৫, বিকাল ০৭:২১

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দিনব্যাপী নানা আয়োজনে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথমে প্রহরে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় জেলাব্যাপী। বুধবার(২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 
রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম, পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাব, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলণ সহ সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। 
সকাল নয়টায় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর বেলুন ও পায়রা উড়ান অতিথিরা।
পরে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।
পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করেন। 
এছাড়া ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলা কারাগার ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

মন্তব্য করুন


Link copied