আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

রবিবার, ৫ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:০৫

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নীল্যান্ড থিম পার্কের চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল হক বাবু। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্সেদ আজম, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজ, চাঁদেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক শাহীন আহমেদ প্রমুখ।
জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আমাদের মানুষের পাশে দাড়ানো নির্দেশনা দিয়েছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী যতোটুকু সম্ভব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

মন্তব্য করুন


Link copied