আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, রাত ০৮:২১

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে সড়ক দুঘটনায় সৈয়দপুর বিএনপির সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক (৫৬) নিহত হয়েছেন। বুধবার(২৪ মে) সন্ধ্যা সারে ৭টার দিকে দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে এ দিন(বুধবার) দুপুর দেড়টার দিকে তিনি নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হন। 
প্রত্যদর্শীরা জানান, ওই সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে মোটরসাইকেল সহ রাস্তার ওপরে পড়ে যান তিনি। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সারে ৭টার দিকে মারা যান বলে পারিবারিক সুত্র নিশ্চিত করে। 

মন্তব্য করুন


Link copied