আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

নীলফামারীতে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি; আমাদের করণীয়’ সংলাপ অনুষ্ঠিত

শনিবার, ১৭ জুন ২০২৩, রাত ১১:২৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি; আমাদের করণীয়’ শীর্ষক সংলাপ। শনিবার(১৭ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংলাপের আয়োজন করে সেণ্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বক্তৃতা করেন সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মণি শংকর দাশগুপ্ত, সচেতন নাগরিক কমিটি (সনাক) সহসভাপতি জাহানারা রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার প্রমুখ। সংলাপে মানসম্মত প্রাথমিক শিক্ষা, সামাজিক মূল্যায়ন বিষয়ের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। 
সংলাপে সরকারি প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিদ্যমান বাস্তবতা, শিক্ষার মান, শিক্ষা অবকাঠামো এবং জনসম্পৃক্ততা, চ্যালেঞ্জ ও উন্নয়ন সুযোগ চিহ্নিত করণের বিষয়ে প্রতি গুরুত্বারোপ করা হয়।
অর্ধদিনের ওই সংলাপে শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম কর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনি অংশ নেয়।
আয়োজকরা জানায়, এসডিজি বাস্তবায়নে করণীয় ঠিক করতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থয়নে বেসকারি সংস্থা ইএসডিওর সহযোগিতায় ওই সংলাপের আয়োজন করা হয়। 

মন্তব্য করুন


Link copied