স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সড়কে পৃথক দূর্ঘটনায় এক গৃহবধু ও ট্রাক্টর চালক সহ দুইজন নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার(৮ জুলাই) দুপুরে জলঢাকা-ডালিয়া মহাসড়কের আলহাজ্ব মিজানুর রহমান কৃষি কলেজের সামনে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ওই ভ্যানের যাত্রী গৃহবধু জয়ন্তী রানী (৫০) ঘটনাস্থলে নিহত হয়। নিহত জয়ন্তী রানী জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে চাওড়াডাঙ্গী এলাকার মন্থেরডাঙ্গা গ্রামের প্রফুল্ল চন্দ্র রায়ের স্ত্রী। এঘটনায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীর রয়েছেন ভ্যান চালক আক্কাস আলী।
বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার জানান, দুপুর ২টার দিকে একটি অটোভ্যানে করে জলঢাকা শহরে বাবার বাড়ি যাচ্ছিলেন জয়ন্তী রানী। জলঢাকা-ডালিয়া মহসড়কের আলহাজ্ব মিজানুর রহমান কৃষি কলেজের সামনে আসলে পিছনে থেকে আসা একটি ইজিবাইক অভারটেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অপর দিকে চাকা পরিবর্তনের সময়ের বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রাক্টরচালক হামিদুল ইসলাম(৩৫) নিহত হয়েছে। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের জলঢাকা মহাসড়কের মাগুড়া বাসস্টান্ডে এ ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলামের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধনতলা গ্রামে বাসিন্দা।
মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, শুক্রবার(৭ জুলাই) রাত ৯টার দিকে বালু বোঝাই একটি ট্রলি বালু নিয়ে গঙ্গাচড়ার দিকে চাচ্ছিল। এসময় বালু বোঝাই ট্রলিটি মাগুড়া বাসস্টান্ডে পৌঁছালে ট্রলির ডানপাশের একটি চাকা নস্ট হয়ে যায়। ট্রাক্টর চালক হামিদুল জাগ লাগিয়ে ট্রলির চাকা পরিবর্তন করার সময় জাগ সরে গিয়ে বালু বোঝাই ট্রলির নিচে চাপা পরে সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম ও কিশোরীগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায়।