আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

মানচিত্রে বড় পরিবর্তন আসবে?
আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

বিবৃতিতে প্রধান উপদেষ্টা
‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

আইপিএল

নূর জাদুতে মুম্বাইকে ১৫৫ রানে বেঁধে ফেলল চেন্নাই

রবিবার, ২৩ মার্চ ২০২৫, রাত ১০:৫৮

Advertisement

নিউজ ডেস্ক: আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নূর আহমেদের স্পিন জাদু ও খলিল আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৫৫ রানে বেঁধে ফেলল চেন্নাই সুপার কিংস।

রবিবার চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে টস জিতে শুরুতে মুম্বাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চেন্নাই। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে  ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ রান ৩১ করেছেন মুম্বাইয়ের মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা।

শুরু থেকেই আগুনে বোলিং করতে থাকেন চেন্নাইয়ের দলের পেসাররা। প্রথম ওভারের চতুর্থ বলেই শূন্য রান আউট হন রোহিত শর্মা। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে খলিল আহমেদের বলে সাজঘরে ফেরেন রায়ান রিকেলটনও। তিনি করেন ৭ বল ১৩ রান। উইল জ্যাকসও দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বলে শিভম দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৭ বলে ১১। 

চতুর্থ উইকেটে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা চালান মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। দুজনে ৫১ রান যোগ করেন। ১১তম ওভারে বল করতে এসে সূর্যকে ফিরিয়ে জুটি ভাঙেন আফগান বোলার নূর আহমদ। নিজের পরের ওভারে বল করতে এসে ফের মুম্বাইকে জোড়া ধাক্কা দেন তিনি। চতুর্থ বলে ব্যক্তিগত ৩ রানে ফেরান রবিন মিনজকে। শেষ বলে তিলক ভার্মার উইকেট নেন। আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ ৩১ করেন তিলক। এতে ১০০ রানের আগে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে মুম্বাই।

নিজের শেষ ওভারে বল করতে এসে নামান ধীরের স্ট্যাম্প উড়িয়ে দেন নূর আহমদ। ১২ বলে ১৭ রান করেন নামান। পরের ওভারে মিচেল স্যান্টনারকে (১১) প্যাভিলিয়নের পথ দেখান নাথান এলিস। ১৯তম ওভারে ট্রেন্ট বোল্টকে (১) ফেরান খলিল আমেদ। ৯ নম্বরে ব্যাট করতে নামা দীপক চাহার শেষের দিকে চালিয়ে খেলে দলকে ১৫০ রান পার করে মুম্বাই। ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন খলিল।

চেন্নাইয়ের হয়ে নূর আহমদ ৪ ওভার বল করে ১৮ রানে চার উইকেট নিয়েছেন। আর খলিল আহমেদ নিজের ৪ ওভারে ২৯ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট।

মন্তব্য করুন


Link copied