আর্কাইভ  রবিবার ● ১২ অক্টোবর ২০২৫ ● ২৭ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর আয়োজন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর আয়োজন

জিম্মি মুক্তির আগে তেলআবিবে বিশাল সমাবেশে ট্রাম্পের প্রশংসা

জিম্মি মুক্তির আগে তেলআবিবে বিশাল সমাবেশে ট্রাম্পের প্রশংসা

নোয়াখালী ও ময়মনসিংহ যোগ হতে পারে বিপিএল তালিকায়

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, রাত ০৯:৫৩

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে যোগ হতে পারে দুই নতুন অঞ্চলের নাম- নোয়াখালী ও ময়মনসিংহ। এ দু’টি এলাকার নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে কয়েকটি প্রতিষ্ঠান।

এর মধ্যে ‘সায়ান গ্লোবালস’ ইতোমধ্যে ‘নোয়াখালী রয়্যালস’ নামে অংশগ্রহণের ইচ্ছা জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শর্ত পূরণ করতে পারলেই আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাবে তারা।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানার আবেদন (Expression of Interest) আহ্বান করা হয়েছে। এই সময়ের মধ্যে টুর্নামেন্টের ১২ থেকে ১৬ নম্বর আসর পর্যন্ত দায়িত্ব পালন করবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো। বিসিবি যে ১০টি অঞ্চলের নাম প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, সিলেট, রংপুর, নোয়াখালী ও ময়মনসিংহ।

নোয়াখালী ও ময়মনসিংহ এবারই প্রথম সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির তালিকায় যুক্ত হয়েছে। বাকি আটটি অঞ্চলের দল অতীতে বিপিএলে অন্তত একবার করে অংশ নিয়েছে। বোর্ডের পরিকল্পনা, সময় সীমাবদ্ধতার কারণে এবার অন্তত পাঁচটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা।

বিসিবির নবনির্বাচিত পরিচালক ও টুর্নামেন্ট সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমরা দশটা অঞ্চলের নাম দিয়েছি, তবে সময় কম। অন্তত পাঁচটা দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছি। আগের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ও ব্যবস্থাপনাগত সমস্যা ছিল—এবার আমরা সেসব বিষয়ে কঠোর থাকব। ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি আর ক্রিকেট ম্যানেজমেন্ট- দুটোই গভীরভাবে যাচাই করা হবে। '

এবারের বিপিএল আয়োজনের সম্ভাব্য সময় ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি। ওই সময়ে জাতীয় দলের কোনো সিরিজ নেই, তাই সেই সময়টিই টুর্নামেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছে বিসিবি।

ইফতেখার আরও জানান, 'নির্বাচনের পর নতুন কমিটি দায়িত্ব নিয়েই প্রথম আলোচনায় বিপিএলের সময়সূচি ঠিক করতে হয়েছে। আগের দলগুলোর চুক্তি শেষ, তাই এবারের আসর পুরোপুরি নতুনভাবে শুরু হচ্ছে। '

মন্তব্য করুন


Link copied