শাহ আলম শাহী, দিনাজপুর: সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ভোট দিয়ে তাঁর পক্ষে ভোট কামনা করে বেশ আলোচনায় খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্। তার স্বাক্ষতকার সম্মিলিত এমন একটি ভিডিও ভাইরাল হওয়ায় তিনি তুমুল আলোচনায় এসেছেন।
উপজেলার কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া সাক্ষাৎকারের ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এটি নিয়ে সোমবার (৮ জানুয়ারী) আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।
সেই ভিডিও থেকে জান যায় বিএনপি নেতা লুহিন শাহ তাঁর বক্তব্যে বলেন, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। আমি যেহেতু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আর এর প্রধান উপদেষ্টা হল আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়। তাই জনস্বার্থে তাঁকে বিপুল ভোট দিয়েছি।