আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

মানচিত্রে বড় পরিবর্তন আসবে?
আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

বিবৃতিতে প্রধান উপদেষ্টা
‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

নারী বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, রাত ১১:০৭

Advertisement

নিউজ ডেস্ক: টানা দ্বিতীয়বার নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এবারের জয় এলো বেশ বড় ব্যবধানেই, ৭ উইকেটে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর রাবেয়া হায়দারের বিশ্বকাপ অভিষেকেই পাওয়া ফিফটিতে ভর করে সহজ জয় পান নিগার সুলতানারা। ৭ উইকেট হাতে রাখে ৩২তম ওভারের প্রথম বলেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে অলআউট হয় মাত্র ১২৯ রানে। ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের আগুন বোলিংয়ে ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিন এক বলের ব্যবধানে ফিরলে দল চাপে পড়ে যায়। পরে মুনিবা আলি (১৭), রামিন শামিম (২৩), অধিনায়ক ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (১৬*) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান।

বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ছিলেন সেরা বোলার। তিনি মাত্র ৩.৩ ওভারে ৩ মেডেনসহ ৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান খরচ করে নেন ২ উইকেট, মারুফা আক্তারও শুরুতে শিকার করেন ২ উইকেট। এছাড়া নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন পান একটি করে উইকেট।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক মাত্র ২ রান করে আউট হন। এরপর রাবেয়া হায়দার দারুণ ব্যাটিং করে দলকে স্বস্তি  দেন। তিনি ৭৭ বলে ৫৪ রান করেন ৮টি চারের সাহায্যে এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। এটি ওয়ানডে বিশ্বকাপে তার অভিষেক ম্যাচ। আর অভিষেকেই আলো ছড়ালেন তিনি।

অধিনায়ক নিগার সুলতানা করেন ২৩ রান। যদিও বড় ইনিংস খেলতে পারেননি কিন্তু দলের জয়ের জন্য যথেষ্ট ছিল তার ইনিংস। শেষ দিকে সোবহানা মোস্তারির ঝোড়ো ২৪ রান (১৯ বলে ৬ চার) দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়।

বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৩১.১ ওভারে জয় নিশ্চিত করে ১৩১ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ ৮ ওভারে ১৪ রান দিয়ে ১, ফাতিমা সানা ৮ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট পান। এছাড়া, রামিন শামিম ৫ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন।

মন্তব্য করুন


Link copied