আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, বিকাল ০৬:৫২

Advertisement Advertisement

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সরবরাহ কমে যাওয়াই তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০- ১৫ টাকা এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।
 
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হিলি বন্দরের বাজার ঘুরে দেখা গেছে আগের তুলনায় বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ কম। গত মঙ্গলবার হিলি বাজারে দেশি পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ বৃহস্পতিবার তা বেড়ে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 
 
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কসমেটিক্স দোকানের শ্রমিক রনি হোসেন বলেন, মঙ্গলবারের ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ বৃহস্পতিবার ৫৫ টাকা কেজি দরে কিনলাম। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ টাকা। প্রতিদিন গড়ে ৫ টাকা কেজিতে বাড়ছে এভাবে দাম বাড়লে আমরা গরিব মানুষ কি করে জীবন সংসার চালাবো। দিনে ৩০০ টাকা শ্রমের মজুরি পায় এই টাকা দিয়ে কি সংসার চালানো যায় তার উপরে সব জিনিসের দাম বৃদ্ধি। 
 
আরো এক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, পুরো রমজান মাসজুড়ে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম ছিল স্বাভাবিক। কিন্তু গত তিনদিনে হঠাৎ করে চাল তেল পেঁয়াজ ও রসুনের দাম বাড়ায় আমরা হতাশ, কিন্তু প্রশাসন কিছুই করছে না। প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত থাকলে বাজারে জিনিসপত্রের এভাবে বাড়তে পারতো না। 
 
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না থাকায় দেশি পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো যাচ্ছেনা।হঠাৎ করে সরবরাহ কমে যাওয়াই বেড়ে গেছে পেঁয়াজের দাম। দ্রুত সরকার ভারত থেকে আমদানি না করলে পিয়াজ দাম ধীরে ধীরে উর্ধ্বগতি হতে থাকবে।

মন্তব্য করুন


Link copied