আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি : ১৮ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা

বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, রাত ০৮:৪২

Advertisement Advertisement

প্রেস বিজ্ঞপ্তি : রংপুর মহানগর যুবদলের সম্মানিত আহব্বাহক মোঃ নুরুন নবী চৌধুরী মিলন বিপ্লবী সদস্য সচিব মোঃআতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃজহীর আলম নয়নের নির্দেশনায়, রংপুর মহানগর যুবদলের আওতাধীন ১৮ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা সফল ভাবে সম্পুর্ন হয়েছে।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - রফিকুল ইসলাম মিঠু -যুগ্ম আহ্বায়ক রংপুর মহানগর যুবদল,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -নুর আলম,রংপুর মহানগর যুবদল, মো: নাজমুল ইসলাম,সদস্য মহানগর যুবদল, হুমায়ন কবির রুমু, সদস্য মহানগর যুবদল, মারুফ হোসেন, সদস্য মহানগর যুবদল।
 
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- কাজী আদম পেনন, সদস্য মহানগর বিএনপি, মো:- হামিদুল ইসলাম,বিএনপি নেতা ও  মো:- সাইফুল সরকার, সদস্য মহানগর যুবদল, মো:- সিরাজৌদুল্লাহ ডন,সদস্য মহানগর যুবদল, মোঃসবুজ সদস্য মহানগর যুবদল, রেজওয়ানুল এনাম নাহিদ সদস্য মহানগর যুবদল , মোঃ মেরিন যুগ্ন আহব্বায়ক মহানগর ছাএদল মোঃএ্যাপোলো চৌধুরী সাবেক ছাএ নেতা ও মো:- রাহাত ইসলাম রনি যুব নেতা। সভায় সভাপতিত্ব করেন -মো:- সাইফুল সরকার শুম্পু - আহব্বায়ক ১৮ নং ওয়ার্ড যুবদল রংপুর মহানগর  সঞ্চালনায় করেন - মোঃ শাকিল চৌধুরী  সনি  ১৮ নং ওয়ার্ড যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য রংপুর মহানগর যুবদল।

মন্তব্য করুন


Link copied