আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকে ‘কর্মীদের শালীন পোশাক পরার নির্দেশনা’ স্থগিত

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, দুপুর ০২:০১

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকে পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করা হয়েছে। ব্যাংকটির গভর্নরের নির্দেশনার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।তিনি জানান, এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং কোনও অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি।

তার ভাষায়, বাংলাদেশ ব্যাংকের কিছু বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাগত পরিবেশ বজায় রাখতে মার্জিত পোশাক পরার বিষয়ে আলোচনা হয়। তবে সেটি শুধু বিভাগীয় পর্যায়েই সীমাবদ্ধ ছিল। কেন্দ্র থেকে এ বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি মিডিয়ার মাধ্যমে বিদেশে অবস্থানরত গভর্নর আহসান এইচ মনসুরের দৃষ্টিতে আসে। তিনি এতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশে বিষয়টি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, নারী কর্মীদের জন্য নির্দেশনায় বলা হয়েছিল, অফিসে শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না কিংবা অন্যান্য পেশাদার ও শালীন পোশাক পরিধান করতে হবে। শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরতেও বলা হয়েছে।

পুরুষ কর্মকর্তা–কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে, তাদের ফরমাল শার্ট (লম্বা বা হাফ হাতা) ও প্যান্ট পরতে হবে। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা ছিল, নির্ধারিত পোশাকবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে।  

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এমন নির্দেশনার খবরে ব্যাংকিং খাতের ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্থগিত করলো কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য করুন


Link copied