আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

বাংলাদেশের ওয়ানডে দলে বড় চমক, দেখে নিন স্কোয়াড

সোমবার, ২৩ জুন ২০২৫, বিকাল ০৭:৫৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজ চলছে, আর এরপরই শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ সামনে রেখেই আজ (সোমবার, ২৩ জুন) ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এই সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক হিসেবে এটি হবে তার অভিষেক সিরিজ। দলে রয়েছে একাধিক চমক। প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। চোট কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসও। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই সৌম্য সরকার।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিনরাত্রির। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই। শেষ ম্যাচটি ৮ জুলাই, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, রিশাদ হোসেন,তানভীর ইসলাম,তাসকিন আহমেদ,তানজিম হাসান সাকিব,হাসান মাহমুদ,নাহিদ রানা,মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন


Link copied