আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

বাংলাদেশের সেমির স্বপ্ন—সমীকরণ জটিল তবে সম্ভব

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:২৩

Advertisement

নিউজ ডেস্ক:  পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের পরাজয়ে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। তবে এখনো সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা।

গ্রুপের বর্তমান পরিস্থিতি
‘এ’ গ্রুপের চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান পরাজিত হয়েছে। সমান ২ পয়েন্ট করে থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড। এরপর অবস্থান ভারতের। বাংলাদেশ রয়েছে তিন নম্বরে কারণ তাদের চেয়ে বাজেভাবে হেরেছিল পাকিস্তান।

সেমিফাইনালে যাওয়ার সমীকরণ
এখান থেকে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। তবে একটি ম্যাচ জিতলেও কিছু সম্ভাবনা থাকবে, যদিও সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে এবং নেট রানরেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে।

যদি বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে, তাহলে তাদেরও ৪ পয়েন্ট হবে। ফলে সেমিফাইনালের টিকিট নির্ধারিত হবে নেট রানরেটে।

অন্যদিকে, বাংলাদেশ যদি শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ২। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে বাংলাদেশের সমীকরণ আরও জটিল হয়ে যাবে।

পরবর্তী ম্যাচ সূচি
গ্রুপ পর্বে বাংলাদেশ আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবে।

২৪ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ নিউজিল্যান্ড
২৭ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ পাকিস্তান

মন্তব্য করুন


Link copied