দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনে এবার বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে রয়েছেন চার নেতা। তারা হলেন জেলা বিএনপির সদস্য সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, সহসভাপতি মোজাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সাবেক বিরল উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া জামায়াত থেকে প্রার্থী মনোনীত হয়েছেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আ ন ম আফজালুল আনাম।
এর বাইরে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক বোচাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল কারীম, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জোবায়ের সাঈদ। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে এ আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার হোসেন। এ ছাড়া এখন পর্যন্ত ভোটের মাঠে খবর নেই আর কোনো ইসলামি দল, বাম দল, নতুন গঠিত দলীয় প্রার্থীদের।
১৯৭৩ সাল থেকে এ আসনটিতে বিএনপি দুবার, জাতীয় পার্টি একবার এবং অন্যরা সাতবার জয়লাভ করে। তাই আসনটি ফিরে পেতে চায় বিএনপি, জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে এ আসনে লড়াইটা হবে বিএনপি-জামায়াত-জাপার মধ্যে-এমনটাই বলছেন তৃণমূলের মানুষ।
দিনাজপুর-২ আসনে এবার নতুন ভোটার ১২ হাজার ৩৬৬ জন। মোট ৩ লাখ ৭৩ হাজার ৪৫২ ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।