আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বিতর্কিত স্ট্যাটাসের জেরে বাতিল শিরিন শিলার বিটিভির অনুষ্ঠান

শনিবার, ১৪ জুন ২০২৫, রাত ০৮:৪১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় দেওয়া এক বিতর্কিত স্ট্যাটাসের জের ধরে বিটিভির ঈদ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা।

২০২৪ সালের জুলাই মাসে সারাদেশ যখন কোটা সংস্কার নিয়ে উত্তাল, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন শিরিন শিলা। তিনি লেখেন, ‘কিসের এত আন্দোলন, সুখে থাকলে ভূতে কিলায়’—যা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পোস্টের কমেন্ট অপশন বন্ধ করে দেন।

সেই পুরোনো বিতর্ক আবারও সামনে চলে আসে, যখন ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া-পাওয়া’-তে অতিথি হিসেবে শিরিন শিলার উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। নেটিজেনরা প্রতিবাদ করে জানতে চান, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন শিল্পী কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে জায়গা পান?

বিষয়টি নজরে আসার পর বিটিভি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি প্রচার না করার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানটির গ্রন্থনার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণ-অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন।’

তিনি আরো বলেন, ‘রেকর্ডিংয়ের পর দেখেছি, খুবই দারুণ একটি অনুষ্ঠান হয়েছিল। কিন্তু শিরিন শিলা থাকায় শেষ পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠানটি স্থগিত করতে হয়। সামনে এটি নতুন করে করার আগ্রহ আছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশ কিছু মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত আলোচনায় চর্চায় থাকেন এই নায়িকা।

মন্তব্য করুন


Link copied