আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মূল ভিত্তি হলো গবেষণা: উপাচার্য

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:১২

Advertisement Advertisement

বেরোবি প্রতিনিধি :  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের মূল ভিত্তি হলো গবেষণা। যে সকল শিক্ষার্থী গবেষণায় পারদর্শী, তাদের জন্য বিদেশে এমফিল-পিএইচডি ডিগ্রী অর্জন করা সহজ। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা সুবিধা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় উপাচার্য আরো বলেন, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড আয়োজিত এই সেমিনার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা কিংবা গবেষণার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং সাক্ষাৎকার গ্রহণের সঠিক নিয়মসহ বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা দিবে।

এসময় স্টুডেন্ট কমিউনিকেশন ফোকাল হিসেবে বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস প্রজেক্টের টেকনিক্যাল এডভাইজার আসাদুজ্জামান মোহাম্মদ এবং জুনিয়র একাউন্টিং স্পেশালিস্ট শাহরিয়ার আহমেদ অংশগ্রহণ করেন।

এছাড়া সেমিনারে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ডিএএডি ইনফরমেশন সেন্টার ঢাকার রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ সাপোর্ট অফিস আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। 
 

মন্তব্য করুন


Link copied