আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

বিসিবি সভাপতির উপদেষ্টা হলেন আবিদ হোসেন সামি

শুক্রবার, ২০ জুন ২০২৫, দুপুর ০৪:৩৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। বিসিবি সভাপতির উপদেষ্টা কমিটিতে ক্রিকেট বিষয়ক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। আজ বিকেলে মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতির উপদেষ্টা কমিটিতে আবিদ হোসেন সামি ছাড়াও মনোনীত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন ও ব্যারিস্টার শাইখ মাহাদি। সাখাওয়াত পর্যটন বিষয়ক পরামর্শক এবং শাইখ মাহাদি আইনি পরামর্শক হিসেবে মনোনীত হয়েছেন।

এই তিন উপদেষ্টার মধ্যে সবচেয়ে পরিচিত মুখ আবিদ হোসেন সামি। ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করে থাকে তিনি। দেশের ক্রিকেটে ধারাভাষ্যকার, উপস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। তাছাড়া একসময় ঘরোয়া ক্রিকেটও খেলেছেন তিনি।

এছাড়া পর্যটন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই খাতে বেশ অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে আজকের বোর্ড সভায় বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন পরিচালক মাহবুব আনাম। সবশেষ আসরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে ফারুকের নেতৃত্বাধীন পূর্বের কমিটিতে থাকা পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাও দায়িত্বে বহাল আছেন।

মন্তব্য করুন


Link copied