নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের খাতা খুললেও বর্তমানে তিনি রূপালি পর্দার ব্যস্ততম এক অভিনেত্রী। অভিনয়শৈলী আর সৌন্দর্যের জাদুতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলীর সরব উপস্থিতি চোখে পড়ার মতো।
প্রায়ই নিজের ব্যক্তিজীবন ও যাপিত সময়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার এই নায়িকা। ছবিতে দেখা গেছে, নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। খোলা চুলে তার স্নিগ্ধ হাসি আর মোহনীয় রূপ যেন নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।
ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।’ নেটিজেনরা বুবলীর রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে নানা মন্তব্য করছেন তারা।
এক ভক্ত লিখেছেন, ‘নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর।’ অন্য একজনের মন্তব্য, ‘বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।’ অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। নিজের প্রথম ছবিতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখে বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের মধ্যে তিনি অন্যতম একজন।