আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে কুড়িগ্রামে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ০৯:০৩

Advertisement Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা জাকের পার্টি যুবফ্রন্টের আয়োজনে নতুন রেল স্টেশন সংলগ্ন জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১ মে বিশ্ব ফাতেহা শরীফ সফল করতে মিশন প্রধান হিসেবে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার মনতাজ আলী। মিশন সহকারী হিসেবে বক্ত্য রাখেন জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বাপন।
এছাড়া জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মিশন সদস্য রাজু আহমেদ মৃধা, রংপুর বিভাগী কমিটির সহ সভাপতি পারভেজ ইমতিযাজ মেহেদী, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মশিউর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তরা ফিলিস্তিনী নিরিহ মুসলিমদের উপর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আহ্বান জানানো হয়। এছাড়া জাকের পার্টিকে ক্ষমতায় বসিয়ে দেশের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে গড়ার আহ্বান জানান বক্তরা।
এ সময় বিশ্ব ফাতেহা শরীফ সফল ও জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সাধারণ জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে জেলার নেতৃবৃন্দের নিকট লিফেট হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন


Link copied