আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দাবিতে বিক্ষোভ, দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, দুপুর ০২:১৮

Advertisement

নিউজ ডেস্ক: ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।

বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছে সরকার। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়। বেলা পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থলে এলে তাঁদের দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাঁদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাঁদের আলোচনা চলছে। বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, মাইলস্টোনের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে তাদের দাবি স্পষ্ট। তারা তাদের অবস্থানে অটল।

তারা বলে, এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, এর জবাব চায় তারা। এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীরা সরকারের কাছে ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে:

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।

৩. শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জনসমক্ষে সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।

গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ২৭ জন নিহত। ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

মন্তব্য করুন


Link copied