আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫ ● ৪ পৌষ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম তুললেন তৃতীয় লিঙ্গের রানী

রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম তুললেন তৃতীয় লিঙ্গের রানী

তুমি আমাকে চেনো না এখনো, তোমাকে আমি দেখে নিবো

বেরোবি সাংবাদিককে মামলার হুমকি উপাচার্যের
তুমি আমাকে চেনো না এখনো, তোমাকে আমি দেখে নিবো

দেশে ফিরে প্রথমেই এভারকেয়ারে যাবেন তারেক রহমান

দেশে ফিরে প্রথমেই এভারকেয়ারে যাবেন তারেক রহমান

জাতীয় পার্টিতে ফিরেছেন রাঙ্গা এবং নূর মোহাম্মদ মন্ডল

জাপার দুর্গ উদ্ধারের মিশন শুরু
জাতীয় পার্টিতে ফিরেছেন রাঙ্গা এবং নূর মোহাম্মদ মন্ডল

মুক্তিযুদ্ধ কোনো সিনেমার দৃশ্য নয়, এটি কাঁদা–রক্ত–ক্ষুধায় লেখা ইতিহাস: বেরোবি উপাচার্য

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:০৯

Advertisement

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো সিনেমার দৃশ্য নয়; এটি কাঁদা, রক্ত ও ক্ষুধায় লেখা একটি বাস্তব ইতিহাস।
 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
উপাচার্য বলেন, ২৫ মার্চের কালো রাতে গুলির শব্দে অনেকের ঘুম ভেঙেছিল। আবার অনেকে আর কোনোদিন ঘুম থেকে ওঠেনি। তারাও তোমাদের মতো ছাত্র ছিল। তারা কি জানত তারা শহীদ হবে? না। তারা শুধু জানত—চুপ থাকলে দেশ থাকবে না।
 
তিনি শহীদদের উদ্দেশে বলেন, তোমরা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছ। আমরা তোমাদের অসমাপ্ত স্বপ্ন পূরণ করব—ইনশাআল্লাহ।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের অগ্রগতি প্রসঙ্গে উপাচার্য জানান, প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা প্রকল্পটির ফাইলে গতকাল (১৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বাক্ষর করেছেন। দ্রুতই নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।
 
আলোচক হিসেবে বক্তব্য দেন গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এছাড়া রংপুর গ্রুপের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সরকারও বক্তব্য রাখেন।

মন্তব্য করুন


Link copied