আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

মেহেদি রাঙা হাতে মাহির ঈদ শুভেচ্ছা

সোমবার, ৩১ মার্চ ২০২৫, বিকাল ০৫:৪৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহে সারা দেশের মুসলমানরা পালন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পাশাপাশি তারকারাও মেতেছে ঈদ উৎসবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা জানাচ্ছেন ঈদ শুভেচ্ছা। 

অভিনেত্রী মাহিয়া মাহি মেহেদি রাঙা হাতের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের জানিয়েছে ঈদের শুভেচ্ছা। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মুবারক।’ সঙ্গে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি।

 

শেয়ার করা ছবিতে দেখা যায়, মাহি দু্ই হাতে মেহেদি দিয়েছে। অভিনেত্রীকে বেশ মানিয়েছে সঙ্গে তার মিষ্টি হাসি যেন নজর কেড়েছে। 

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মাহিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ মোবারক, আমিই আজ শুধু মেহেদি দিয়ে দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না।’ আরেকজন লিখেছেন, ‘ঈদ মোবারক আপু।’

মন্তব্য করুন


Link copied