আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

যে কারণে দুবাই গেলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

বুধবার, ১৮ জুন ২০২৫, রাত ১১:০৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  শাকিব খানের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়ে কদিন আগেও বেশ আলোচনা জমেছিল। দু’জনের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অনেক মুখরোচক গল্পও। যা উঠে এসেছে খবরের পাতায়। বর্তমানে দুবাইয়ে আছেন মিষ্টি। সেখানে গিয়েও সমালোচনায় পড়েছেন এই নায়িকা।

দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করছেন মিষ্টি। সেসবের নিচে নেটিজেনরা প্রশ্নবানে জর্জরিত করছেন তাকে।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুজ পেজে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃতি তোমাকে শাস্তি দেবে। আমি তো কেউ নই, তোমাকে কিছু দেওয়ার অধিকার নেই।’

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানান রকম আলোচনা-সমালোচনা। নেটিজেনরা মন্তব্য করছেন, কাকে উদ্দেশ্য করে এ নায়িকা এমন পোস্ট করলেন? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ঠিক কী কাজে দুবাই গিয়েছেন এই নায়িকা?

এ প্রসঙ্গে মুখ খুলেছেন মিষ্টি। তিনি গণমাধ্যমে জানান, ঘুরতে ও আনন্দ করতে ভালোবাসেন মিষ্টি। কারো কথা শোনার মতো সময় নেই তার। এতে কে কি বললো তাতে কিছু আসে যায় না। তিনি নিজের শান্তির জন্য দুবাই ঘুরতে গেছেন।

মিষ্টি বলেন, ‘লন্ডনে ছিলাম। পাঁচদিন হয় এসেছি দুবাইয়ে। এখানে আমার একটি ক্লিনিক আছে। আরেকটি ক্লিনিক উদ্বোধন করব। নতুন এই ক্লিনিকটির কাজ প্রায় শেষ। সামনের মাস থেকেই ক্লিনিকটি চালু হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও এখানে আমার ফ্যামিলি বিজনেস আছে। আমার প্রতি মাসে ভ্যাকেশনের প্রয়োজন হয়। আর দুবাই হলো ভ্যাকেশনের জন্য পারফেক্ট জায়গা। এই জন্যই দুবাইতে আসা।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

মন্তব্য করুন


Link copied