গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় খড়ের গাদায় এক ব্যক্তির মৃত্যু নিয়ে হত্যা না আত্মহত্যা এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
রবিবার উপজেলার মর্নেয়া ইউনিয়নের ছোট রুপাই আলমার বাজার এলাকার আফসারুল হক এর পুত্র রোবেল (খুসরু) এর খড়ের গাদার ভিতর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাবা আফসারুল জানান, আমার ছেলে বিষ পান করেনি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।কে বা কাহারা আমার ছেলেকে গলা টিপে মেরে ফেলা পোয়ালের পুন্জে (খড়ের গাদায়) ঢেকে রেখে গেছে । আমার মনে হয় ছেলের বউ তাসলিমা হত্যা কান্ডের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি।কারন তাদের মধ্যে সাংসারিক বিরোধ রয়েছে।
নিহতের স্ত্রী তাসলিমা জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত সে জুয়া খেলে।কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছেন আমি জানি না।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন,লাশে এখনো কোন বার্জিক কোন আঘাত চিন্হ পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া