আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, রাত ১১:০২

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নগরীর শাপলাচত্বর হাজীপাড়া চামড়াপট্রিতে স্বামীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃষ্টি মিঠাপুকুর উপজেলার বুজরুগ মহাদেবপুর এলাকার বাদশা মিয়ার মেয়ে। রংপুর নগরীর কুঠিপাড়ায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করেন তিনি।  আনুমানিক ৮/৯ মাস আগে নগরীর চামড়াপট্রির সাইফুল ইসলামের ছেলে সাগর মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একপর্যায়ে বিয়ে হয়। 
বৃষ্টির শ্বাশুড়ি আনজেনা বেগম বলেন, রাতে মুড়ি খাওয়া নিয়ে লাগছে। আমার বউ দুইটা মোবাইল ভাঙ্গি ফেলছে।নিশিরাতে ওমার মিমাংসা হইলো হয়া ছেলেকে আমার বুকের মধ্যে নিয়েছে। সকালে উটি আমার ছেলে খোজাখুজি করে দেখে বৃষ্টি ফাসে ঝুলতেছে।পরে ডাক্তার আনিয়া ধরি ফাস থাকি খুলাইছি।
বৃষ্টির খালা মনোয়ারা বেগম বলেন,ফাসি দেওয়ার কোন প্রশ্নই উঠে না। আমি জিন্দিগিও মানবোনা যে আমার ভাগ্নী আত্মহত্যা করছে।এখানে আত্মহত্যার কোন পরিস্থিতি নাই। আমার বিশ্বাস মারি ফেলছে।এটার সুষ্ঠু একটা তদন্ত চাই।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, ৮/৯ মাস আগে বৃষ্টি ও সাগরের প্রেম হয়। এক পর্যায়ে বিয়ে দেন বৃষ্টির বাবা।গতকাল রাতে স্বামী স্ত্রীর  মধ্যে মুড়ি খাওয়া নিয়ে  কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মীমাংসা ও হয়। রাতে ঘুমাতে যায়। সকালেবেলা উঠে সাগর বিছানায় স্ত্রীকে দেখতে না পেরে গলায় ফাস অবস্থায় দেখতে পান। পারে সাগরেরে মা ডাক্তার নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করে। 
 রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন,মেয়েটির বাবা মা ঢাকা থেকে আসতেছে তারপর  সিদ্ধান্ত নেয়া হবে।। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন আছে।তবে ওই গৃহবধূকে আমরা নামানো অবস্থায় পেয়েছি।

মন্তব্য করুন


Link copied