আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রংপুরে ভালোবাসার বাংলাদেশ কবিতা উৎসব অনুষ্ঠিত 

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১০

Advertisement Advertisement

সংবাদ বিজ্ঞপ্তি : কবিদের সংগঠন কতিপয় কবিতা কর্মীর উদ্যোগে রংপুরে পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হলো “ ভালোবাসার বাংলাদেশ” নামে জমজমাট এক কবিতা উৎসব।  সোমবার সন্ধ্যায় এ উৎসবে স্বরচিত দেশাত্মবোধক ছড়া ও কবিতা পাঠ  এবং আবৃত্তিতে অংশ নেন ৭০ জনের ও বেশি নবীন-প্রবীন কবি ও আবৃত্তিকার। 

ভালোবাসার বাংলাদেশ কবিতা উৎসবে সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও বিশিষ্ট কবি কালী রঞ্জন বর্মন, শিক্ষাবিদ ও লেখক খন্দকার মাহফুজার রহমান ও অভিযাত্রিক সভাপতি কবি রানা মাসুদ। 

কতিপয় কবিতা কর্মী সংগঠনের আহবায়ক সাংবাদিক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় স্বরচিত ছড়া কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, হেলেন আরা সিডনি, বাশার ইবনে জহুর, জোসেফ আখতার, কালি রঞ্জন বর্মন, লুৎফর রহমান সাজু, নজরুল মৃধা, ফরহাদুজ্জামান ফারুক, আনোয়ারুল ইসলাম রাজু, তৈহিদা খাতুন, আব্দুল লতিফ প্রামাণিক, মামুনউর রশিদ, মারুফ হোসেন মাহবুব, ইয়ামিন বসুনিয়া, আফরোজা বেগম, মুসাফা আক্তার বানু, আহসান হাবীব রবু, জাকির আহমদ, সোহানুর রহমান শাহিন, মোহাম্মদ ইসমাইল মোল্লা, আবু নাসের সিদ্দিক তুহিন, এস এম আরিফুজ্জামান, তৈয়বুর রহমান বাবু, রানা মাসুদ, সাখাওয়াত হোসেন সোহাগ, সুফি জাহিদ হোসেন, সেলিনা সাত্তার সেলী, তাপস মাহমুদ, বিমলেন্দু রায়, রাজেন দাস, পূর্নিমা রাজ, পূর্ণতা মনি দাস, আফরোজা বেগম, ওয়াহেদ সরকার , শাহ্ আলম, দিনাজী সিরাজ, মোঃ আব্দুল কুদ্দুস, পারভীন আক্তার, রাজিয়া সুলতানা, সুমাইয়া বিনতে সিফাত শুধু, মাহমুদ ইলাহি মন্ডল, এস এম জিন্নাহ চৌধুরী, এমাদ উদ্দিন আহমেদ, অদম্য গোলাম মোস্তফা, মোকাদ্দেস এ রাব্বি, এস এম ইতি, নাহিদা ইয়াসমিন, মোস্তাফিজ রহমান, কামরুন লায়লা জেসি, খন্দকার লাইবা হক স্নেহা, জাহিদ হোসেন, এম এ ফাত্তাহ্,  সরকার মোঃ তোফাজ্জল হোসেন, সুনিল সরকার, কামরুজ্জামান দিসারী, অহিদুল ইসলাম, ময়নুল ইসলাম, সুমাইতা সুয়ারদি, মোঃ মনিরুজ্জামান, আল - আমিন সমাপ্ত ও জুয়েল আহমেদ রাহুল  প্রমুখ। 

উৎসবে দেশাত্মবোধক গান গেয়ে শোনান, রওশন আরা সোহেলী, শাহিল ফারহান  লিয়ন, সুফি জাহিদ হোসেন ও রকিবুল ইসলাম। 

মন্তব্য করুন


Link copied