আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

রংপুরে সুজনের মানববন্ধন

বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪, দুপুর ০৪:০৩

Advertisement

মমিনুল ইসলাম রিপন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের মধ্য দিয়ে বাংলাদেশের অভূতপূর্ব গণ্যঅভ্যুথানের মাধ্যমে গত ৫ আগষ্ট ২০২৪ আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। সচেতন সংগঠিত ও স্বোচ চার জনগোষ্ঠীর জনগনের রক্ষাকবজ মূল মন্ত্রকে সামনে রেখে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে রংপুর প্রেসক্লাব এর সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সুজন-সুশাসনের জন্য নাগরিক রংপুর জেলা ও মহানগর কমিটির যৌথ আয়োজনে সুজন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন এর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেশ দে রাজু।

বক্তব্য রাখেন সাবেক সচিব ও মহানগর সুজনের জেলা সদস্য সুশান্ত চন্দ্র খাঁ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর এর সদস্য সচিব রসিদুস সুলতান বাবলু, আইনজীবী এডঃ শামিমা আক্তার শিরিন, নারী নেত্রীমঞ্জুর শ্রী সাহা, সুজন মহানগর সদস্য ফরহাদুজ্জামান ফারুক, ইয়ুথ সদস্য মনোয়ারা মুন্নি, উপস্থিত ছিলেন সুজন জেলা প্রচার সম্পাদক আসাদুজ্জামান আফজাল, আইনজীবী খায়রুল ইসলাম বাপ্পী, বেলাল হোসেন, শ্যামল রায় প্রমুখ।

বক্তারা বলেন ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় কোনভাবেই যেন নরসাৎ না করে সে জন্য ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। এই বিজয় বাংলার ১৭ কোটি মানুষের ঐতিহাসিক বিজয়। এই বিজয়কে নরসাৎ করার জন্য হায়নার দলওত পেতে আছে। অবিলম্বে তাদেরকে প্রতিহত করতে হবে এবং দেশকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে হবে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সহ দুর্বত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা ও তাদের পাশে দাড়াতে হবে। মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা ও নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহবান । বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

অন্তবর্তীকালীন সরকার গঠন বৈষম্যহীন মানবিক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের প্রক্রিয়া গঠন করতে হবে।

মন্তব্য করুন


Link copied