নিউজ ডেস্ক: রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে রাতভর চেষ্টা চালিয়েও ব্যর্থ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এ উদ্ধার অভিযান নিয়ে পুরো এলাকা শ্বাসরুদ্ধ পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ প্রায় ৩৫ ফুট গভীর চিকন ব্যাসার্ধের একটি গর্তে পড়ে যায় সে। এরপর থেকে ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, প্রথমে আমরা তানোর উপজেলায় খোঁজ করেছি, কোথাও এক্সকেভেটর পাইনি। পরে পাশের উপজেলা মোহনপুর থেকে দুটি এক্সকেভেটর নিয়ে এসে মাটি খননের কাজ শুরু করি। এরপর রাত পৌনে ২টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে। সেটি দিয়ে দ্রুত মাটি খনন কাজ করা হচ্ছে। রাতভর সেই পাইপে অক্সিজেন দেওয়া হয়েছে। লেজার ক্যামেরা পাঠিয়ে বাচ্চার অবস্থান চেষ্টা করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে বাচ্চার কোনো সাড়া পাওয়া যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম সকালে জানান, সরু পাইপের পাশে প্রায় ৪০ ফুট গভীর করে মাটি খনন করা হয়েছে। এরপর নিচে একটি সুরঙ্গ করে সেই পাইপ পর্যন্ত দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে তার সন্ধান মেলেনি। সময় যত যাচ্ছে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমছে। তারপরও সতর্কভাবে অভিযান চালাচ্ছে ফায়ারসার্ভিস কর্মীরা।