নিউজ ডেস্ক: গুণী অভিনেত্রী শবনম ফারিয়াকে ইদানীং অভিনয়ে নিয়মিত পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে। সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে এবং ব্যক্তিগত জীবন নিয়েও নিজের মতামত প্রকাশ করেন অবলীলায়। এমনকি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন পড়লে সেটাও ফেসবুকে প্রকাশ করেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর স্ট্যাটাস নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে হরহামেশা। তবে এবার তার স্ট্যাটাসের চেয়ে বেশি আলোচিত হয়েছে ওই পোস্টের এক মন্তব্য!
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’
মুহূর্তের মধ্যে পঞ্চগড় বা এর আশপাশের একাধিক নেটিজেন অভিনেত্রীকে প্রয়োজনীয় তথ্য দিতে শুরু করেন। এরমধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’
শবনম ফারিয়ার চোখেও পড়েছে সেই মন্তব্য। তিনি সারজিস আলমকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস’। মুহূর্তের মধ্যেই সেই কমেন্ট ভাইরাল হয়ে যায়। প্রায় এক হাজার মানুষ ওই কমেন্টে নানা ধরনের রিপ্লাই করেছেন।
সারজিস এই মন্তব্য করার পেছনে কারণও আছে। অনেকেই জানেন তিনি পঞ্চগড়ের সন্তান। নিজের এলাকায় জনপ্রিয় একজন তারকা ঘুরতে যাবেন দেখেই তিনি নিজ থেকে পরামর্শ দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন।
সারজিস আলম ১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তবে তিনি বড় হয়েছেন ঢাকায়। বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচ. এস. সি পাস করেন তিনি।
প্রসঙ্গত, শবনম ফারিয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এবার পঞ্চগড়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে চাইছেন অভিনেত্রী।