আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রৌমারীতে যুবকের লাশ উদ্ধার

রবিবার, ১৬ মার্চ ২০২৫, রাত ০৮:২৯

Advertisement Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:  রৌমারী উপজেলায় আরিফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালের দিকে যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদের পূর্বপার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 
নিহত আরিফুল ইসলাম (২২) রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার বাসিন্দা।
 
নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, তার ভাই আরিফুল ইসলাম ট্রাক্টর চালাতেন। শনিবার রাত ১২টার দিকেও তার সঙ্গে দেখা হয়েছে। মধ্যরাতে আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। পরে রোববার সকালে ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে পানিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রৌমারী থানার পুলিশ লাশ উদ্ধার করে।
 
এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ কুড়িগ্রামে  ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে। নিহতের পরিবার মামলা দায়েরর প্রস্তুতি নিয়েছেন বলেও জানান তিনি। 

মন্তব্য করুন


Link copied