আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন ৯ মার্চ

শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪, সকাল ০৯:০৩

Advertisement Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ৯ মার্চ।

এর আগে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

ইসি সচিব মো. জাহাংগীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান- ‘ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।’

সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে এমপি পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে গত ২৭ নভেম্বর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে। গত ৭ জানুয়ারি ভোটে তিনি এমপি নির্বাচিত হন।

 

মন্তব্য করুন


Link copied