আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

শিল্পী সমিতির ভোটাধিকার ফেরত পেল ১০৩ জন

বুধবার, ৬ এপ্রিল ২০২২, রাত ০৯:৪৫

Advertisement

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো ১৮৪ জনের মধ্যে ১০৩ জনের সদস্যপদ ফিরিয়ে দিলেন কাঞ্চন-নিপুণ পরিষদ। এখন সহযোগী সদস্য হিসেবে থাকা ওই ১০৩ জন সদস্য ভোটাধিকারসহ সমিতির অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন।

বুধবার এক শিল্পী সমিতির কার্যকারি পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

সাইমন বলেন,  আজ আমাদরে  শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সাইমন আরও বলেন,  আপনারা জানেন  গত কমিটি ১৮৪ জনের ভোটাধিকার বাতিল করে।  এই ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ খবর এখনো পাওয়া যায়নি।

পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো ১০৩জন।

এদিকে ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে আনন্দে ভাসছেন এতোদিন ভোটাধিকার বঞ্চিত শিল্পীরা। এ নিয়ে আন্দোলন কম হয়নি। আদালতের বারান্দাতেও গিয়েছেন তারা। পদ ফেরত পাওয়াদের দলে থাকা একজন অভিনেতা শান আরাফ।

ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদেরকে সহযোগী সদস্য করা জায়েদ খানের ভুল সিদ্ধান্ত। সে অন্যায়ভাবে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। এই ১০৩ জন শিল্পীর ভালোবাসা ও দোয়া তাদের প্রতি আজীবন থাকবে।'

মন্তব্য করুন


Link copied