আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শেখ হাসিনা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:৫২

Advertisement Advertisement

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। প্রচার করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন করা হচ্ছে। যা সত্য নয়। প্রকৃত পক্ষে বাংলাদেশে যে সম্প্রীতি আছে তা ভারতেও নেই। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে বিএনপি একটি পরিবেশ তৈরি করেছে। ছাত্ররা সাহস করে রুখে দাঁড়িয়েছে যার কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে। যার জন্য ছাত্রদের ধন্যবাদ জানায়।

সর্ব সাধারণকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে চাই। ৫ আগস্ট পরিবর্তনের জন্য সবাই যেমন একত্রিত হয়েছিলেন প্রয়োজনে আবার মাঠে নামতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য।

তিনি বলেন, এদেশে কোনো চাঁদাবাজের ঠায় হবে না, দখলদারদের প্রয়োজনে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা ভোট চাচ্ছি এ জন্য যে, ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন। আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। সবার ভোটাধিকার নিশ্চিত করতে চাই। সঠিক লোক নির্বাচিত হয়ে সংসদে গেলে দেশ ও জনগণের জন্য ভালো কাজ করবেন। কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেটি নিশ্চিত করা হবে। দেশে কেউ যেন কোনো সিন্ডিকেট গড়ে তোলার সুযোগ না পায় সে বিষয়ে নজর দিতে হবে।

সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুল ইসলাম।

মন্তব্য করুন


Link copied