আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শেখ হাসিনা উন্নয়ন করছেন কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে-আসাদুজ্জামান নূর

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, বিকাল ০৭:৩৮

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, শেখ হাসিনা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। অনেক সংকট মোকাবেলা করে আজকে বাংলাদেশের অবস্থান অনেক উপরে। সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২৬বছর আওয়ামীলীগ মতায় ছিলো না, ওই সময়গুলোতে দেশের উন্নয়ন হয়নি বরং দেশকে পিছিয়ে দেয়া হয়েছে। শেখ হাসিনা উন্নয়ন করছেন কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। 
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে কাছারিহাট কমিউনিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ফলোক উন্মোচন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, জেলা প্রাথমিক শিা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার। 
আসাদুজ্জামান নূর বলেন, শেখ হাসিনার কারণে ‘মঙ্গা’ আজ ভূলে গেছে এই অঞ্চলের মানুষ অথচ এই মঙ্গার কারণে মানুষকে না খেয়ে থাকতে হয়েছে। অভাবের কারণে বীরমুক্তিযোদ্ধা নবকান্ড রায় আত্মহত্যা করেছেন। ‘হাত্তিক ঢেলা যায়, কিন্তু কার্তিক ঢেলা যায় না’ সেই চিত্র এখন আর নেই। বঙ্গবন্ধু কন্যা মতায় আসার পর অর্থনীতিকে সমৃদ্ধ করেছে শিল্প কলকারখানা স্থাপন করেছে, এরফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উপার্জন করায় এখন আর অভাব নেই। সে কারণে অভাব কি সেটা ভূলে গেছে তারা। 
উপজেলা প্রকৌশলী বিরল রায় জানান, ৬৫লাখ ৫২হাজার টাকা ব্যয়ে দ্বিতল ভিত্ত বিশিষ্ট একাডেমিক ভবণটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে মাঈশা এন্টারপ্রাইজ। চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর উদ্যোগে গেল ১৫আগষ্ট বিদ্যালয় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। 

মন্তব্য করুন


Link copied