নিউজ ডেস্ক: এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে লিটন ও তানজিদরা বড় স্কোর গড়তে পারেননি। শেষ সময়ে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩২ বল বাকি থাকা অবস্থায় ৬ উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
সুপার ফোরের পথ খোলা রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার কাছে। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি দিয়েছে জাকের আলি ও শামিম হোসেন, কিন্তু তা যথেষ্ট হয়নি।
বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমত উড়ন্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। আরব আমিরাতের মাটিতে ৬ উইকেটে জয় তুলে নিয়ে টাইগারদের জন্য দ্বিতীয় রাউন্ডের পথ এখন কঠিন হয়ে গেছে।
ম্যাচে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা ৫০ রান করেন, আর কামিল মিশারা ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। বাংলাদেশ দলের বোলারদের জন্য রান বাধা দেওয়া কঠিন ছিল; মুস্তাফিজ-শরীফুলদের কাছে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
বাংলাদেশের ব্যাটিংও ভরসা যোগাননি। শুরুতে তানজিদ তামিম ও পারভেজ ইমন কোনো রান ছাড়াই ফিরে যান। লিটন দাস ২৮ রান করে ফেরেন। শেখ মেহেদী ও তাওহীদ হৃদয়ও ব্যর্থ হন। পরে ষষ্ঠ উইকেটে জাকের আলি ও শামিম হোসেন ৮১ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন।
শেষ পর্যন্ত জাকের ৪১ এবং শামিম ৪২ রানে অপরাজিত থাকলেও তা দলের জয় বাঁচাতে পারলো না। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেন শেখ মেহেদী, কিন্তু ম্যাচ হারের প্রতিকারের যথেষ্ট হয়নি।