আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম নতুন সম্পর্কে!

রবিবার, ৪ মে ২০২৫, রাত ০৯:৪১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: অভিনেতা সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম ভালোবেসে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। তবে মতের মিল না হওয়ায় ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এদিকে সিদ্দিক মঙ্গলবার বিকাল ৪টার পরে ঢাকার কাকরাইল এলাকায় তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। তার এ খবরের মধ্যে জানা যায় সাবেক স্ত্রী মারিয়া মিম নতুন সর্ম্পকে জড়িয়েছেন।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন মিম। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের কোমর ধরে সামনে থাকা আয়নায় ছবি তোলার চেষ্টা করছেন তিনি। তিনি জানালেন ছবির ব্যক্তি তার ভালোবাসার মানুষ।

সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের আবেদন মিমই করেছিলেন। গুঞ্জন রয়েছে, মিম শোবিজে কাজ করতে চান। কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবেই চেয়েছেন। আর এ জন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। তবে আবেদনময়ী অভিনেত্রী মিমের দাবি—সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে।

সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। সামাজিকমাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন। নিয়মিত পোস্ট করছেন। কিন্তু নেটিজেনরা তো ছেড়ে দেওয়ার পাত্র নন। তারা মারিয়া মিমের একটি পোস্টে একাধিকবার প্রশ্ন করেন সিদ্দিক বিষয়ে। কিন্তু মিম সবসময় চুপ থেকেছেন। তবে পরের প্রশ্নে মডেল মিম আর চুপ থাকতে পারেননি।

কয়েক দিন আগে দুবাই চেক-ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফুর্তি আছেন। ওই পোস্টে এক নেটিজেন প্রশ্ন করেন, সিদ্দিক জেলে তুমি কি খুশি? এই প্রশ্নে মেজাজ হারান মারিয়া মিম। তিনি উত্তর দেন, বাঙালিরা আসলেই কাঙালি, এক বা* নিয়ে পড়ে থাকে এ জন্য তারা সবসময় ফকিন্নি।

মন্তব্য করুন


Link copied