আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান

মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, বিকাল ০৭:৪০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  পাল্লেকেলের সবুজ গালিচায় আজ ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সংগ্রহ করেছে ৭ উইকেটে ২৮৫ রান। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে হলে টাইগারদের লক্ষ্য এখন ২৮৬ রান।

এখনও পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয় অধরাই রয়ে গেছে বাংলাদেশের জন্য। তবে আজকের ম্যাচে জয় পেলে এই অভিশাপ ভাঙবে এবং নতুন ইতিহাস রচনা করবে সাকিব-মিরাজ-তামিমদের প্রজন্ম।

টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। শুরুতেই মাদুশকা (৩) ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কা ৩৫ রানে আউট হন তানভীর ইসলামের বলে। এরপর কামিন্দু মেন্ডিসও টিকতে পারেননি বেশি সময়। তাকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ।

একপর্যায়ে ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ। ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস, যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতক। তিনি করেন ১১৪ বলে ১২৪ রান। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান, ৬৮ বলে।

শেষদিকে অবশ্য বাংলাদেশের বোলাররা ফের ম্যাচে ফিরে আসেন। কুশল ও আসালাঙ্কাকে ফেরানোর পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি লঙ্কানরা। লিয়ানাগে (১২), ভেল্লালাগে (৬) দ্রুত বিদায় নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮* এবং চামিরা ১০* রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।

মন্তব্য করুন


Link copied