নিউজ ডেস্ক: দিনের শেষ বলে জর্দান নেইলকে প্যাভিলিয়নে ফেরান তাইজুল ইসলাম। প্রথম দিনেই সফরকারী আয়ারল্যান্ডকে অলআউট করার সুযোগ থাকলেও সেটি করতে পারেনি টাইগাররা। মঙ্গলবার (১১ নভেম্বর) নির্ধারিত ৯০ ওভারের খেলা শেষে আইরিশদের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান।
মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড। শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার অ্যান্ড্রে বালবার্নি হাসান মাহমুদের করা ইনিংসের চতুর্থ বলেই ফেরেন। তবে তারপরে পল স্টার্লিং ও কেড কারমাইকেল দীর্ঘ প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ডকে কিছুটা স্থিতিশীলতা দিয়েছেন।
মধ্যাহ্ন বিরতির আগে ১ উইকেটে ৯৪ রান সংগ্রহ করেছিল তারা। বিরতি শেষে বাংলাদেশের বোলাররা আঘাত শুরু করে নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ দুই ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। স্টার্লিং ৬০ রান করে আউট হন, আর হ্যারি ট্যাক্টর ১ রান করে এলবিডব্লিউ হয়।
মিডল অর্ডারে খেলেছেন কার্টিস ক্যাম্ফার ও লোরকান টাকার, যারা যথাক্রমে ৪৪ ও ৪১ রান করেছেন। কিন্তু ফিফটি স্পর্শ করতে পারেননি কেউ। দিনের শেষ সেশনে আরও দুটি উইকেট নেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। মেহেদি মিরাজ ছিলেন দিনের সেরা বোলার, ৫০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি।
৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। দিনের খেলা শেষ হওয়ার সময় আয়ারল্যান্ডের হয়ে ২১ রানে অপরাজিত ছিলেন ব্যারি ম্যাককার্থি।